শনিবার, ২৬ মে, ২০১২

ওয়াটার বিয়ার ,
 
                    













টারডিগ্রেড বা ওয়াটার বিয়ার নামে সুপরিচিত এই মাইক্রোস্কোপিক প্রাণীর শরীরে
রয়েছে অস্বাভাবিক সহ্য ক্ষমতাএরা একটি নিউক্লিয়ার বোমা এবং -২৭৩ ডিগ্রী
পর্যন্ত নিম্ন তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে ।এছাড়াও প্রায় এক যুগ ধরে পানি
ছাড়া সারভাইভ করতে পারে । এদের মারার একমাত্র উপায় হচ্ছে পৃথিবীর বাইরে
পাঠিয়ে দেয়া যেখানে ধরে নেয়া হয়েছে ১০ দিন এরা অনায়াসেই কাটিয়ে দিতে পারবে।

শুক্রবার, ২৫ মে, ২০১২

ঘরে বসেই টাকা আয়

আর নয় ঘুস দিয়ে চাকরি, তাই সেটা সরকারী বা বেসরকারী। কস্পিউটার এ ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসেই আয় করতে পারবেন চাকরীর মত টাকা। আসুন আমারা দেখি কি কি উপায়ে আয় করতে পারব -
১. কেপসা এন্টি (২,৫০০-৩,৫০০ টাকা)
২. ডাটা এন্টি / PDF ফাইল লিখে আপলোড কারা (৩,০০০-৫,০০০ টাকা)
৩. গ্রাফিক্স 2D ডিজাইন ( ৫,০০০-২৫.০০০ টাকা)
৪. এনিমেশান (১০.০০০-৫০,০০০ টাকা)