সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

স্বগতম ২০১৩

                               ২০১২ সালের সকল ব্যর্থতা মুছে দিয়ে এগিয়ে যায় নতুন বছর ২০১৩
                                দিকে । ২০১৩ সবার জীবনে বয়ে আনুক অনাবীল সুখ ও প্রশান্তি ।
                                      বিদায় ----------২০১২ # #আগমন -----------২০১৩

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২

ঘরে বসেই টাকা আয়

আর নয় ঘুস দিয়ে চাকরি, তাই সেটা সরকারী বা বেসরকারী। কস্পিউটার এ ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসেই আয় করতে পারবেন চাকরীর মত টাকা। আসুন আমারা দেখি কি কি উপায়ে আয় করতে পারব -
১. কেপসা এন্টি (২,৫০০-৩,৫০০ টাকা)
২. ডাটা এন্টি / PDF ফাইল লিখে আপলোড কারা (৩,০০০-৫,০০০ টাকা)
৩. গ্রাফিক্স 2D ডিজাইন ( ৫,০০০-২৫.০০০ টাকা)
৪. এনিমেশান (১০.০০০-৫০,০০০ টাকা) 


মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

” ফটো রিটাস “ , আমার খুব প্রিয়

         আমার ফেসবুক এর ফেরেন্ড এ প্রেফাইল পিকসার এ “নিচের” টা ছিল, আর আমি ”উপরের” টা
                            রিটাস দিসি ।  আসা করি ভাল লাগবে , , ভাল লাগলে লাইক দিবেন ।

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

লিজা ডিজিটাল ষ্টুডিও

                                         
                                          ভুল হইলে কমান্স করবেন, ভাল হলে লাইক দিবেন

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

Viting Cird

                    আজ আমি বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এলাম ভিজিটিং বা বিজিনেস KvW© । ভিজিটিং
                    কাড এর ব্যপারে নতুন করে বলার কিছুই নেই । ভিজিটিং KvW© ছাড়া কোন  কোম্পানী
                     পূনাঙ্গ রূপ পায় না । আর সেটা যদি AvKk©bxq হয় তাহলে কোম্পানীর মান ১ধাপ
                                                             এগিয়ে যায় তাই না ?

বুধবার, ১০ অক্টোবর, ২০১২

2D Design [Covarpage (Bood)]

               দেখুন তো বন্ধুরা বইয়ের এই কভার পেজ টা চিনতে পারেন কিনা । এটা হল ২০০৭-০৮ সালের
                নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের কভার পেজের মত। মুটামুটি সদৃস্য আছে তাই না।
                                        এটা আমার প্রথম ডিজাইন করা বইয়ের কভার পেজ । 

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

                                                                 Black Wallpaper -1
                                                                 Black Wallpaper -2
                   “সুন্দর সন্ধ্যা” বিভোর হয়ে সন্ধ্যার আকাশের সূh© Avi cvwL †gvb w`‡q  †`খেন| Wz‡e যান †mB 
                   †QvU‡ijvq, ZLb †Ljv ‡kl nZ GB mgq wKsev Avi GKUz c‡i †mUv wচন্তা করে এটা ডিজাইন 
                 করছি। ডিজাইনটা যদি সেই ছোটবেলার দিনগুলোতে নিয়ে যেতে পারে তাহলে  Like দিবেন.....

আমর ১ম ডিজাইন

                                                               বাবেলস অলপেপার
                                           কেমন হইছে ভাল হইলে লাইক দিতে ভুলবেন না

২D ডিজাইন

গ্রফিক্স ডিজাইনে সকলকে সাগতম। দেথুন সামনে একটা দূষ্টি নন্দন আলসপেপার দেখা যাচ্ছে তাই না। এটা আমার করা ২য় অলসপেপার কেমন হইছে ভাল হলে লাইক দেবেন তো ?

শনিবার, ৯ জুন, ২০১২

আফগানিস্তানের হস্তলিপিকার মোহাম্মদ সাবির খেদ্রি ৫০০ কেজি ওজনের একটি কোরআন তৈরি করেছেন যা বর্তমানে পৃথিবীর বৃহত্তম কোরআন শরীফ।

৩০ বছরের চলমান যুদ্ধে আফগানিস্তানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথা নষ্ট হয়েছে, কিন্তু ধ্বংস হয়নি- তা বিশ্বকে দেখিয়ে দিতেই বৃহত্তম এ কোরআন রচনার পদক্ষেপ নিয়েছিলেন খেদ্রি। অর্ধমিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত কোরআন শরীফটিতে ২১৮ টি পৃষ্ঠা রয়েছে যেগুলো কাপড় ও কাগজের তৈরি এবং পৃষ্ঠাগুলোর আকার দৈর্ঘ্যে ৯০ ইঞ্চি বা ২ দশমিক ২৮ মিটার এবং প্রস্থে ৬১ ইঞ্চি বা ১ দশমিক ৫৫ মিটার। পৃষ্ঠার প্রান্তগুলো চামড়া দিয়ে কারুকার্যমন্ডিত যা তৈরি করতে ২১ টি ছাগলের চামড়া ব্যবহার করা হয়েছে। কাবুল কালচারাল সেন্টার জানিয়েছে, এই কোরআনটিকে পৃথিবীর বৃহত্তম বলে ঘোষণা দিয়েছে আফগানিস্তানের হজ্ব ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কোরআন শরীফটি এখন ওই কালচারাল সেন্টারেই রয়েছে। এর আগে পৃথিবীর বৃহত্তম কোরআন শরীফ তৈরির কৃতিত্বের দাবিদার ছিল রাশিয়া। গত বছর উন্মোচিত দেশটির তাতারস্তান অঞ্চলে নির্মিত ওই কোরআন শরীফটির পৃষ্ঠাগুলোর আয়তন ছিল দৈর্ঘ্যে ২ মিটার ও প্রস্থে ১ দশমিক ৫ মিটার।

বৃহত্তম কোরআন শরীফ তৈরির প্রকল্পটি বাস্তবায়ন করতে মূল হস্তলিপিকার মোহাম্মদ সাবির খেদ্রির সহযোগী হিসেবে ৯ জন ছাত্রও কাজ করেছেন। সোনালী লিপিগুলোকে ফুটিয়ে তুলতে বিশালাকার পৃষ্ঠাগুলোর চারধারে প্রতিকী কারুকাজ হিসেবে ছোট ছোট লাখ লাখ রঙিন বিন্দু ব্যবহার করেছেন তারা। এত পরিশ্রমের পরও যদি অন্য কেউ এর চেয়ে বড় কোরআন শরীফ নির্মাণ করেন তা নিয়ে খেদ থাকবেনা খেদ্রির।

বরং হাসিমাখা মুখ নিয়ে বিশ্বের বৃহত্তম কোরআন নির্মাতা বলেছেন, “অন্য কেউ যদি এর চেয়ে বড় কোরআন নির্মাণ করে তবে আমি খুশি হব, এর ফলে ইসলাম রক্ষা পাবে।”

শনিবার, ২৬ মে, ২০১২

ওয়াটার বিয়ার ,
 
                    













টারডিগ্রেড বা ওয়াটার বিয়ার নামে সুপরিচিত এই মাইক্রোস্কোপিক প্রাণীর শরীরে
রয়েছে অস্বাভাবিক সহ্য ক্ষমতাএরা একটি নিউক্লিয়ার বোমা এবং -২৭৩ ডিগ্রী
পর্যন্ত নিম্ন তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে ।এছাড়াও প্রায় এক যুগ ধরে পানি
ছাড়া সারভাইভ করতে পারে । এদের মারার একমাত্র উপায় হচ্ছে পৃথিবীর বাইরে
পাঠিয়ে দেয়া যেখানে ধরে নেয়া হয়েছে ১০ দিন এরা অনায়াসেই কাটিয়ে দিতে পারবে।

শুক্রবার, ২৫ মে, ২০১২

ঘরে বসেই টাকা আয়

আর নয় ঘুস দিয়ে চাকরি, তাই সেটা সরকারী বা বেসরকারী। কস্পিউটার এ ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসেই আয় করতে পারবেন চাকরীর মত টাকা। আসুন আমারা দেখি কি কি উপায়ে আয় করতে পারব -
১. কেপসা এন্টি (২,৫০০-৩,৫০০ টাকা)
২. ডাটা এন্টি / PDF ফাইল লিখে আপলোড কারা (৩,০০০-৫,০০০ টাকা)
৩. গ্রাফিক্স 2D ডিজাইন ( ৫,০০০-২৫.০০০ টাকা)
৪. এনিমেশান (১০.০০০-৫০,০০০ টাকা)